সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

টুইটার কিনে ‘ফতুর’ হওয়ার পথে মাস্ক! হারালেন রেকর্ড অঙ্কের সম্পত্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ২:১২ পিএম

কারোর সময়ের চাকা এক থাকে না। আজ সে রাজা কাল সে ফকির, এটাই কালের নিয়ম। সেই নিয়মের ফাঁদ এড়াতে পারলেন না ধনকুবের ইলন মাস্কও। একসময় ৩২১ বিলিয়ন মার্কিন ডলারের মালিন হয়েছিলেন তিনি। টেসলা-টুইটারের সেই মালিকই গত কয়েক মাসে খুইয়েছেন প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। যা একেবারে বেনজির।

ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সের তথ্য বলছে, ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে বর্তমানে জেফ বেজসের পর মাস্কই একমাত্র ব্যক্তি, যার সম্পত্তির পরিমান বাংলাদেশী মুদ্রায় ২০০ কোটি ছাড়িয়েছিল। কিন্তু গত নভেম্বর মাসের পর থেকেই টুইটার কর্তার আর উত্থান চোখে পড়েনি। বরং তাকে টেক্কা দেন লুই ভিতোর মালিক বের্নার্ড আর্নল্ট। প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন মাস্ক।

নিন্দুকেরা বলছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে টুইটারের মালিক হওয়ার পর থেকেই আর্থিক লোকসানের মুখে পড়েন মাস্ক। দেখা যায় তার সংস্থা টেসলার শেয়ার পড়ে যায় অনেকটা। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েই টুইটার কিনেছিলেন মাস্ক। তারপর থেকেই মাস্কের নিজের সংস্থা টেসলার লাভের অঙ্ক কমতে থাকে।

টুইটার কেনার কিছুদিনের মধ্যেই মাস্কের সম্পত্তির পরিমাণ কমতে থাকে। কারণ টেসলার শেয়ারহোল্ডারদের ধারণা হয়, মাস্কের কাছে টুইটারের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য টেসলা থেকে নিজেদের শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। তার ফলে সামগ্রিকভাবে টেসলার মূল্য এক ধাক্কায় প্রায় অর্ধেকটা কমে যায়। ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সে বলছে, মাস্কের সম্পত্তির মূল্য ছিল ৩৩৮ বিলিয়ন ডলার। বছর শেষে তা এসে দাঁড়িয়েছে ১৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন। যা ইতিহাসে একেবারে বেনজির। সূত্র: ব্লুমবার্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন