ভারতের তাজমহল, যেটি প্রতিবছর লাখ লাখ পর্যটককে ভারতে আকর্ষণ করে। সারা বিশ্ব থেকে এই তাজমল দেখতে ভিড় জমায় পর্যটকরা। সেই তাজমহলকে ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পত্তি কর এবং পানির বিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে দেশটির ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই)’ কর্মকর্তরা বলেছেন, এটা তাদের ভুলের কারণে হয়েছে, শিগগিরই এটির সমাধান করা হবে। তাজমহল এবং আগ্রা দুটি দুর্গকেই বকেয়া বিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এএসআই বকেয়া বিল হিসেবে এক কোটি রুপি পরিশোধ করতে বলেছে। এ পর্যন্ত তিনটি নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি তাজমহলের জন্য এবং একটি আগ্রা ফোর্টের জন্য। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন