ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। বুধবার সকালে রাজ্যের ননেই জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দু’টির যাত্রীরা সবাই মনিপুরের থৌবাল জেলার ইয়ারপক শহরের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মচারী। বুধবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে দু’টি বাসে করে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন তারা, গন্তব্য ছিল খৌপুম গ্রাম। যাত্রাপথে ননেই জেলার লোংসাই তুবং এলাকার পাহাড়ি সড়কে সংঘর্ষ হয় বাস দু’টির। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন