রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে মারল ইসরাইলি সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২৩ বছর বয়সী এক ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী। ওই সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আশপাশের ভবনে বসবাসরত ফিলিস্তিনিরা সংঘর্ষের ভিডিও করেন। সেসব ভিডিওতে গুলির শব্দ শোনা যায়। নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দারাগমেহ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় আরব ওয়েবসাইট কুরার দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ এ মৌসুমে নিজ দলের হয়ে সর্বোচ্চ ছয়টি গোল করেছিলেন। দারাগমেহ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে হওয়া সংঘর্ষে জড়িত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ছোড়া হয়েছিল। এর জবাবে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এদিকে এ বছর পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল জাজিরা ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন