শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেনে মস্কোর আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’, ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়ার রকেট ও ক্ষেপণাস্ত্রের একটি চালান পেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া ব্যক্ত করে এ নিন্দা জানায়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি অভিযোগ করেন, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছে, গত মাসেই পিয়ংইয়ং থেকে অস্ত্রের বড় একটি চালান পেয়েছে ওয়াগনার গ্রুপ। নতুন এ অস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন পরিবর্তন আনবে না বলেও মন্তব্য করেন কিরবি। তবে তাদের আরও অস্ত্র দিতে পারে দেশটির এমন উদ্বেগও প্রকাশ করেন তিনি। পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কারণে উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলেন, ইউক্রেনে ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে, যার মধ্যে ১০,০০০ হলো ঠিকাদার ও রাশিয়ার কারাগার থেকে নিয়োগকৃত ৪০ হাজার এবং এরা দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য ওয়াগনার গ্রুপের দিকে ঝুঁকছেন, কারণ সেখানে রুশ বাহিনী হোঁচট খেয়েছে। ওয়াগনারের মালিক ইয়োজিনি প্রিবুওশন এ অভিযোগ অস্বীকার করেছেন। যদিও ইউক্রেনে ভাড়াটেদের অপারেশনে অর্থায়নের জন্য প্রতি মাসে একশ মিলিয়নের বেশি ব্যয় করার তথ্য জানান কিরবি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসে ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপের বেশিরভাগ সদস্যই সাবেক রুশ সেনা বলে জানা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সুদান ও মোজাম্বিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। এর আগে জানা যায়, ওয়াগনার গ্রুপের ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। আল-জাজিরা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন