রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাণকারী কারখানা বা শিপইয়ার্ড অ্যাডমাইরেল্টির প্রধান আলেক্সান্ডার বুজাকোভ মারা গেছেন। এক বিবৃতিতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ শনিবার তার আকস্মিক মৃত্যুর খবর জানায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানায়, অ্যাডমাইরাল্টি কর্তৃপক্ষ বুজাকোভের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেনি। ১১ বছর ধরে শিপইয়ার্ড প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। শিপইয়ার্ড কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বুজাকোভ শিপিইয়ার্ডটি যাতে অত্যাধুনিক সাবমেরিন, সামরিক জাহাজ ও গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজ তৈরির ক্ষমতা ধরে রাখতে পারে ও উৎপাদনসংখ্যা বৃদ্ধি করতে পারে, সে উদ্দেশ্যে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছেন। তারা আরও জানায়, বুজাকোভ ১৯৮০ সালে স্নাতক সম্পন্ন করেন। জাহাজনির্মাণ সম্পর্কে তার ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন