শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহারাষ্ট্রের পানি সংরক্ষণ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমির খান

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহারাষ্ট্রের পানি সংরক্ষণ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্ভবত নিযুক্ত হতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। খবরে প্রকাশ, ২০১৪ সালের ডিসেম্বরে এই পানি সংরক্ষণ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। জানা গেছে, আমির খানের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয় গত বছরের মে মাসে। তখনই তিনি এই অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে খবর। কিন্তু অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জেরে আমিরের উপর কেন্দ্র অসন্তুষ্ট হওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের তা শুরু হয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই নিয়ে মুখ্যমন্ত্রী ফড়নবীশ এবং রাজ্যের শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। সূত্র : এবিপি আনন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন