রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের ফুটবলারের পরিবারকে দেশ ছাড়তে বাধা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

আলি দায়েই কাতার বিশ্বকাপের ফাইনাল ড্রতে অংশ নিয়েছিলেন। ইরানের ফুটবলার আলি দায়েই দেশটির বিক্ষোভকারীদের সমর্থক। তাই দুবাই যেতে পারল না তার পরিবার। মাঝ আকাশ থেকে ঘোরানো হলো প্লেন। গত সোমবার ইরানের রাজধানী তেহরান থেকে দুবাইয়ের ফ্লাইট ধরেছিলেন আলির স্ত্রী এবং মেয়ে। প্লেন ছেড়ে দেওয়ার পর মাঝ আকাশে কোনও ঘোষণা না করে যাত্রাপথ বদল করা হয়। কিশ দ্বীপে প্লেনটি নামানো হয়। বিমান থেকে নামিয়ে দেওয়া হয় আলির স্ত্রী এবং মেয়েকে। কেন তারা বিদেশে যাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আলি জানিয়েছেন, স্ত্রী এবং মেয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের শেষপর্যন্ত দুবাই যেতে দেওয়া হয়নি। অভিযোগ, আলি এবং তার স্ত্রী সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। বস্তুত, এর আগে আলির পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছিল। ২২ বছরের জিনা মাহসা আমিনির পুলিশি হেফাজতে মত্যু হওয়ার পর গোটা ইরানজুড়ে আন্দোলন শুরু হয়। বহু বিখ্যাত ব্যক্তি সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। আলিও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, শান্তিপূর্ণ পদ্ধতিতে সরকারের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত। সমস্যার সমাধান করা উচিত। শক্তি প্রয়োগ করা উচিত হচ্ছে না। এরপরেই আলির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। পরে অবশ্য তা ফেরত দেওয়া হয়। এমনকি তার রেস্তোরাঁ এবং গয়নার দোকানও বন্ধ করে দেওয়া হয়। ইরানের সরকারপন্থি সংবাদসংস্থা জানিয়েছে, আলির স্ত্রীর বিরুদ্ধেও আন্দোলনকারীদের সমর্থনের অভিযোগ আছে। সরকারকে না জানিয়ে তারও বিদেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। সে কারণেই তাকে বিমান থেকে নামানো হয়েছে। সরকার দমনমূলক নীতি নিলেও ইরানের আন্দোলন সমানতালে চলছে। প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন