গতকাল (বৃহস্পতিবার) বেলারুসের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বেলারুসে পড়ার প্রতিবাদ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেলারুস ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা এড়ানোর দাবি জানায়।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুসে পড়ে। বেলারুসের প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী, সেনানায়ক ও তদন্তকারীদের নিয়ে গঠিত একটি গ্রুপ ঘটনাস্থলে কাজ করছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাশীঘ্র বিস্তারিত জানাবে বলে ঘোষণা দিয়েছে। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন