অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় দখল মুক্ত হলে একটি সরকারি খাস পুকুর। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ পুকুরটিতে বিভিন্ন প্রজাতির ৫ হাজার মাছ অবমুক্ত করা হয়। এসময় বাদুতলী হাজী ওয়াজেদ আলী সিকদার বাড়ির মসজিদের মুসল্লিরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুসুল্লিরা জানান, দীর্ঘদিন ধরে এ পুকুরটি স্থানীয় একটি প্রভাবশালীমহল অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছিল। ফলে মসজিদের মুসল্লিদের অযুসহ এলাকার মানুষের পানি ব্যবহার করতে অসুবিধা হতো। পটুয়াখালী জেলা প্রশাসক এটাকে উদ্ধার করে সরকারি জলমহাল ব্যবস্থাপনার নীতিমালা মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান বাদুতলী হাজী ওয়াজেদ আলী সিকদার বাড়ির মসজিদকে ব্যবহারের জন্য নির্দেশ দেন।
উল্লেখ্য, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যলায় থেকে ১৩ এপ্রিল ২০২২ তারিখে একটি স্মারকের মাধ্যমে পুকুরটি অবমুক্ত করণের নির্দেশনা দেয়া হয়। কলাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনা (ভূমি) ২৫ আগষ্ট ২০২২ তারিখে ওই পুকুরটি অবৈধ দখল থেকে মুক্ত করে জেলা প্রশাসকের নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন