বান্দরবানের থানচি বেড়াতে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়রাজ দাশ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১ নম্বর ওয়ার্ডের অমল দাশের ছেলে। সে কাপ্তাই সুইডিস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটো-মোবাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ জনের একটি গ্রুপ মোটরসাইকেল নিয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন