শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরানের দাতব্য সংস্থায় ২ লাখ ৭৭ হাজার দরিদ্রদের কর্মসংস্থান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম

ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনের প্রধান মোর্তেজা বখতিয়ারি বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু(২১ মার্চ) থেকে এ পর্যন্ত আর্থিকভাবে সংগ্রামরত ব্যক্তিদের জন্য ২ লাখ ৭৭ টিরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে।

তিনি বলেন, এই বছর কর্মসংস্থান বাজেটের ৫০ শতাংশ চাকরি প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ইরনা শনিবার এই খবর জানিয়েছে।

ফাউন্ডেশনটি অভাবী ব্যক্তিদের জন্য ২ লাখ ৭৭ হাজার কাজের সুযোগ করেছে বলে তিনি জানান।

ফাউন্ডেশনের প্রধান মোর্তেজা বখতিয়ারির মতে, ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশন ষষ্ঠ পঞ্চবার্ষিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) চলাকালীন ৯ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে।

 সূত্র: তেহরান টাইমস
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন