নতুন বছর বরণের রাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রাস্তায় চলল আইন ভাঙার খেলা। শহরের রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে বাইকাররা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অনেক চালক বা আরোহীর মাথায় হেলমেট ছিল না। গাড়ির বেপরোয়া গতির সামনে বার বার থমকে গেছে পথচারীরা। অনেক চালকেরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। শনিবার আইন ভেঙে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৫৪০ জন। গ্রেপ্তারের হিসেবে বড়দিনকেও টেক্কা দিয়েছে এই সংখ্যা। বড়দিনে কলকাতার রাস্তায় ট্রাফিক আইন ভেঙে গ্রেপ্তার হয়েছিলেন ৩১৪ জন। কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার রাস্তায় ট্রাফিক আইন অমান্য করেছে মোট ৬৬৪ জন। তাদের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিয়েছে ১৮৭ জন। মদ্যপান করে গাড়ি চালিয়ে আইন ভেঙেছে ১৭৯ জন, ১৪৮ জন মাথায় হেলমেট না পরেই গাড়ি চালিয়েছে। আর তা করে আইন ভেঙেছে। ৯৫ জন আরোহী হেলমেট ছাড়া বাইকে সফর করে আইন ভেঙেছে। মদ্যপান করে গাড়ি চালিয়েছিল ৭৮ জন। অন্যান্য ভাবে ট্রাফিক আইন ভেঙেছে ৫৫ জন। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন