শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন সাও তোমির

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও তোমি এন্ড প্রিন্সিপি। সাও তোমির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বীপরাষ্ট্রটি এক চীন নীতির সঠিক পথে ফিরে এসেছে বলে মন্তব্য করেছে চীন। অপরদিকে এ সিদ্ধান্তের নিন্দা করেছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, সাও তোমির বিপুল অঙ্কের অর্থের দাবি মিটাতে না পারাই এর কারণ। যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলার দরকার নেই, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করার কিছুদিনের মধ্যেই এ ঘটনাটি ঘটল। এক চীন নীতি মূল কথা হল, বিশ্বে চীন বলতে একটি দেশই আছে এবং তাইওয়ান সে দেশের অবিচ্ছেদ্য অংশ। সাও তোমির এ সিদ্ধান্তের পর তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের সংখ্যা কমে ২১টিতে দাঁড়ালো। ৯৯৭ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল সাও তোমি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন