ইসরাইলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
গতকাল রোববার (১ জানুয়ারি) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক অংশীদারিত্ব এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার আকাঙ্খা ব্যক্ত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান পৃথকভাবে ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
গত ২৯ ডিসেম্বর তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ায় ফিলিস্তিনি ও ইসরাইলি বামপন্থিদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগপর্যন্ত ১৫ বছর ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। প্রথমে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
৭৪ বছরের ইতিহাসে ইসরাইলের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের আশঙ্কা, তার অধীনে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন করে আরও অবৈধ ইহুদি বসতি গড়ে উঠবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন