লিবিয়ার উপকূলীয় শহর সিরতেতে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এরই মধ্যে সেখান থেকে ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। শহরটি সশস্ত্র গোষ্ঠী আইএসআইএস এর সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত। রোববার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সিরতে সাবা এলাকায় লাশগুলোকে সমাধিস্থ করা হয়নি ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। অস্থিতিশীলতার মধ্যে কয়েক বছর ধরে লিবিয়াজুড়ে গণকবর পাওয়া যাচ্ছে। অক্টোবরে দেশটির কর্মকর্তারা সিরতেতের একটি স্কুল সাইটে একটি গণকবরে ৪২টি লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন