শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের তেলবহির্ভুত রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৪:১৩ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ ২০২২) শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইরানের তেল বহির্ভুত রপ্তানি ১৯ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ)।

আইআরআইসিএ তথ্য অনুযায়ী, ইরান উল্লিখিত সময়ের মধ্যে ৪৩ দশমিক ০৮৮ বিলিয়ন ডলার মূল্যের ৯৭ দশমিক ৮৪৩ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। ওজনের দিক দিয়েও দুই শতাংশ রপ্তানি বেড়েছে। ইরনা এই খবর দিয়েছে।

তরল প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত প্রোপেন, মিথানল, তরলীকৃত বিউটেন এবং ফিল্ম-গ্রেড পলিথিন উল্লেখিত সময়ের মধ্যে ইরানের প্রধান প্রধান রপ্তানি পণ্য ছিল।

ইরানি তেল বহির্ভুত পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য ছিল চীন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারত।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন