শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পানি নিয়ে বেধে যেতে পারে সংঘাত

ভারতের পানি বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিবাদ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নদীর পানি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত-সংঘর্ষের শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্য দিয়ে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের পানি সমস্যা সৃষ্টি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক নদী সিন্ধু অববাহিকা থেকে ভারত সর্বাধিক পরিমাণ পানি সরিয়ে নেয়ার ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে সিন্ধুর পানিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে। খবরে বলা হয়েছে- সিন্ধু, চেনাব এবং ঝিলাম নদীতে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বড় বড় জলাধার নির্মাণ করবে এবং খাল খনন করবে। এ তিনটি নদী ভারত-শাসিত কাশ্মীরের ভেতর দিয়ে প্রবাহিত হলেও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এর বেশিরভাগ পানির হিস্যা পাকিস্তানের। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান ১৯৬০ সালে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু ভারত বর্তমানে যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে পাকিস্তান চরমভাবে নাখোশ হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। প্রসঙ্গত, সিন্ধু অববাহিকায় ভারতের দুটি বড় পানি বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে তারা সিন্ধু অববাহিকায় পানি ব্যবহার নিয়ে তেমন একটা চিন্তাভাবনা করেনি। তাদের এই পরিকল্পনায় চুক্তির বরখেলাপ হবে না। গত সেপ্টেম্বরে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের জন্যই ভারত পানি বণ্টন ইস্যুটিকে ব্যবহার করতে চাচ্ছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন