শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাতিসংঘ কর্মকর্তাকে বেকুব বললেন দুতার্তে

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধানকে ‘বেকুব’ ও ‘ভাঁড়’ বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। গত বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেছেন। দাভাও শহরের মেয়র থাকাকালে দুতার্তে বিচারবহির্ভূতভাবে হত্যাকা- ঘটিয়েছেন দাবি করে বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন। এর পরিপ্রেক্ষিতেই দুতার্তে এ মন্তব্য করেছেন। দুতার্তেং বলেন, এই লোকটি (জেইদ) হয় ভাঁড় নয়তো পাগল। জেইদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জাতিসংঘের কর্মকর্তারা ওখানে বসে থাক আর আমরা তোমাদের বেতন দেই। তুমি বেকুব, আমাকে কী করতে হবে সেটা বলতে এসো না। তোমাকে এই অধিকার কে দিয়েছে? ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, দয়া করে চুপ কর, কারণ তোমার মাথায় ঘিলুর অভাব আছে। আবার স্কুলে ভর্তি হও। তোমাদের কূটনীতি জানা নেই। জাতিসংঘের একজন কর্মকর্তা হয়ে কীভাবে কথা বলতে হয় সেটাই তোমাদের জানা নেই। গত সপ্তাহে দুতাতে বলেছিলেন, তিনি রাতে দাভো শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেন আর দেখতেন কোথায় গ-গোল হচ্ছে। সুযোগ বুঝে তিনি সন্দেহভাজন অপরাধীদের হত্যা করতেন, যাতে পুলিশ তাকে দেখে আরও বেশি শক্তি প্রয়োগে উৎসাহী হয়। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন