ইরানের সঙ্গে মস্কোর সম্পর্ক "কৌশলগত" বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সম্পর্ক আরও জোরদারে দেশ দু'টি কাজ করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এসময় তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন রাইসি।
ইরানের পার্সটুডে জানায়, রোববার তেহরানে রাশিয়ার নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এদিকে রুশ রাষ্ট্রদূত দেদভ বলেন, মস্কো-তেহরান সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন হবে তার কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নীতি ব্যর্থ হয়ে গেছে।
পশ্চিমারা নিষেধাজ্ঞার ব্যাপারে হতাশ হয়ে পড়েছে বলেও মি. দেদভ মন্তব্য করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন