প্রশ্নের বিবরণ : আমি মাঠ পর্যায়ে কাজ করছি। তাই প্রায় সময়ই বাইরে পেশাব করতে হয়, পানি ব্যবহারের সুযোগ পাই না। এমতাবস্থায় ওই কাপড়ে নামাজ, অজু সহীহ হবে কি?
উত্তর : পেশাব যেখানেই করুন, পবিত্রতা অর্জন একান্ত জরুরী। সুযোগ হলে পানি ব্যবহার করবেন। অন্যথায় মাটির ঢিলা, শুষে নেয় এমন বস্তু, টিস্যু বা অন্তত ইটের খোয়া দিয়ে পেশাবের শেষ ফোঁটাটি পরিষ্কার করতে হবে। এছাড়া তো কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। পেশাব যদি একটি সিকি পয়সা পরিমাণ জায়গার কম কাপড়ে লাগে তাতে কোনোরকম নামাজ চলে। পেশাব করার পর আপনার কাপড় যে কোনোভাবে পেশাব থেকে রক্ষা করতে হবে। যদি না পারেন তাহলে এ কাপড়ে নামাজ হবে না। শরীরের পেশাব পরিষ্কার না করে অজুও হবে না। বিষয়গুলো মাসআলার চেয়ে নিজের বিবেচনায়ই অধিক ধরা পরে। নিজের বিষয় নিজেই ভেবে আমল করুন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মন্তব্য করুন