শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শিগগিরই পদত্যাগ করতে পারেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৯:৩৭ পিএম

পদত্যাগ করতে পারেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট৷ আগামী সপ্তাহে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে জার্মানির বেশ কয়েকটি গণমাধ্যম৷ নববর্ষের প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েন ক্ষমতাসীন এসপিডির এই নারী রাজনীতিবিদ৷ ধারণা করা হচ্ছে, এই সমালোচনার জেরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন৷

সূত্রের নাম উল্লেখ না করে জার্মান সংবাদপত্র বিল্ড এবং জ্যুড ডয়চে সাইটুং জানায়, আগামী সপ্তাগে তিনি পদত্যাগ করতে পারেন৷ তবে, সরকারের এক মুখপাত্র বিষয়টি ‘গুজব' জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি৷

নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন৷ ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে৷ সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী৷

এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোন-ডেফ অর্থাৎ এমন ব্যাক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে৷ যদিও সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শলৎস বলছেন, প্রতিরক্ষামন্ত্রী ল্যামব্রেশটের উপর তার উপর আস্থা রয়েছে৷

প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়৷ তার আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন৷ এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লামব্রেশট৷ পদত্যাগ করলে তিনিই হবেন চ্যান্সেলর ওলাফ শলৎসের মন্ত্রলালয় থেকে পদত্যাগ করা প্রথম জ্যেষ্ঠ সদস্য৷ সূত্র: ডয়চে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন