সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুত সফরের সময় বলেছেন, তিনি তার দেশের সাথে সউদী আরবের সম্পর্ক স্বাভাবিক হবার ব্যাপারে আশাবাদী।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুলাহিয়ান বৈরুতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, এতদঞ্চলের দুটি বড় শক্তির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা, পুরো অঞ্চলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সংলাপ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত।
পাশাপাশি, তিনি এ অভিযোগও করেন যে, সউদী আরব এখনই ইরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার জন্য প্রস্তুত নয়। সূত্র: এএফপি।
মন্তব্য করুন