শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১ কোটি ৭০ লাখ টন শস্য পাঠিয়েছে ইউক্রেন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কৃষ্ণ সাগরের শস্য করিডোরের মাধ্যমে বিভিন্ন দেশে এক কোটি ৭০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য পাঠিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এই করিডোর স্থাপনের অন্যতম মধ্যস্থতাকারী তুরস্ক। রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রায় ছয় মাস পর্যন্ত নিজেদের কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে কোনও সামগ্রী রফতানির সুযোগ পায়নি ইউক্রেন। পরে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায় মস্কো ও কিয়েভ। এর আওতায় কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে শস্য রফতানির সুযোগ পায় ইউক্রেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বন্দর থেকে শস্যের চালান পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অন্তত ৬৪৩টি শস্য বোঝাই জাহাজ দেশটির বন্দর ছেড়েছে। চুক্তির অধীনে ইস্তাম্বুলে বন্দরটি ত্যাগ করা সব জাহাজ পরিদর্শন করে তিন দেশের কর্মকর্তাদের একটি যৌথ সমন্বয় কেন্দ্র। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন