রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে চেচেন যোদ্ধারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৮:২২ পিএম

চেচেন নেতা রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, একটি বিশেষ চেচেন সামরিক ইউনিটের যোদ্ধারা মেরিঙ্কা শহরের কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সুরক্ষিত পোস্টে হামলা চালিয়ে দখল করেছে এবং বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে।

‘রাশিয়ার হিরো আখমাদ-খাদজি কাদিরভের নামানুসারে সেভার-আখমত বিশেষ রেজিমেন্টের যোদ্ধারা দুর্গসহ একটি প্রতিরক্ষা পোস্টে হামলা চালিয়েছে। প্রতিপক্ষের কর্মীদের একটি বড় অংশ নিহত হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক ইউক্রেনীয় সেনা সদস্যকে বন্দী করা হয়েছে,’ কাদিরভ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছেন।

তার কথায়, দখল করা পোস্টটি একটি সুবিধাজনক অবস্থানে স্থাপন করা হয়েছিল এবং এতে ট্রেঞ্চওয়ার্ক এবং ডিফেন্ডেড ফায়ারিং পজিশনের একটি লাইন অন্তর্ভুক্ত ছিল।

‘এ সুরক্ষিত পোস্টটি দখল করা আমাদের যোদ্ধাদের দ্বারা অর্জিত একটি উজ্জ্বল ফলাফল। এই সুরক্ষিত অবস্থানটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল, এবং এর দখল মেরিঙ্কা ফ্রন্টে একটি গুরুতর সাফল্য,’ তিনি যোগ করেন। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন