ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার পুতিনের সঙ্গে দেশটির নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে রণকৌশল ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুতিনকে অবহিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর ইয়েনি সাফাকের।
নতুন বছরে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এটিই প্রথম বৈঠক। বৈঠকে পুতিন বলেন, আমি আপনাদের কাছে ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে চাই।
এতে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মতভাবও তুলে ধরেন।
প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এ সময় ইউক্রেনে মোতায়েন করা সেনাসদস্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুতিনকে অবিহিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন