রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুইডিস প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করল তুরস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১০:০৯ এএম

ন্যাটো সামরিক জোটভুক্ত দেশ তুরস্কে যাওয়ার কথা ছিল সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী পাল জনসনের। তুরস্ক যেন সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেয় এ বিষয় নিয়ে আলোচনা করতে আঙ্কারায় যেতে চাইছিলেন সুইডিশ মন্ত্রী। তবে তার এ সফর বাতিল করেছে তুরস্ক।
সুইডেনের রাজধানী স্টকহামে শনিবার উগ্রপন্থি সুইডিশ-তার্কিস রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে মিছিল করার অনুমতি দেয় সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মিছিলে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়াবেন বলে জানান তিনি। আর এসব বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আকার বলেছেন, ‘এ মুহূর্তে, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের তুরস্কে ২৭ জানুয়ারির সফরটি গুরুত্ব ও অর্থ দুটোই হারিয়েছে। তাই আমরা সফরটি বাতিল করলাম।’
তিনি আরও বলেছেন, নিজেদের মাটিতে তুরস্ক বিরোধী ‘জঘন্য’ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে সুইডেন।
২০২২ সালের এপ্রিলে পবিত্র রমজান মাস চলাকালীন পালুদান ঘোষণা দেন তিনি বিভিন্ন জায়গায় কোরআন পোড়াবেন। তার এ মন্তব্য নিয়ে সুইডেনে সংঘর্ষের ঘটনা ঘটে।
এখন তাকে নতুন করে আবারও মিছিল ও সমাবেশ করার সুযোগ দিচ্ছে সুইডেন। তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, ‘এটি স্পষ্টতই একটি ন্যাক্কারজনক অপরাধ। আমাদের সতর্কতা সত্ত্বেও সুইডেন ঘৃণ্য অপরাধ ও ইসলাম বিদ্বেষকে উৎসাহিত করছে। ধার্মিক বিষয়ের ওপর আঘাত বাকস্বাধীনতা নয় এটি আধুনিক বর্বরতা।’
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলসটোরোম বার্তাসংস্থা টিটিকে বলেছেন, সুইডেন সবার বাকস্বাধীনতাকে সম্মান জানায়।
এদিকে গত বছরের জুনে ন্যাটোতে যোগ দিতে তুরস্কের সঙ্গে চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন। ওই চুক্তির শর্ত অনুযায়ী, কুর্দি সন্ত্রাসীদের কোনো প্রশয় দিতে পারবে না এ দুই দেশ। এছাড়া ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত পলাতক কুর্দি সন্ত্রাসীদের তুরস্কের হাতে তুলে দিতে হবে। তবে সুইডেন প্রায়ই সেসব শর্ত ভঙ্গ করছে। সূত্র: আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন