শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ফেসবুক, ইনস্টাগ্রামে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম


দাঙ্গায় উস্কানি দেয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা। এবার সেই নিষেধাজ্ঞা উঠতে চলছে। মেটার পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়, আগামী সপ্তাহে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টের ওপর আরোপ করা দুই বছরের স্থগিতাদেশের অবসান হবে। সংস্থাটি একটি বøগ পোস্টে জানায়, ‘ভালো-খারাপ-কুৎসিত’ রাজনীতিবিদরা কী বলছেন তা জনগণের শুনতে পাওয়া উচিত। তবে স্পষ্ট করে এও বলা হয়, কোনো কনটেন্টে ক্ষতির ঝুঁকি থাকলে মেটা হস্তক্ষেপ করবে। নিয়ম লঙ্ঘনের তীব্রতার ওপর ভিত্তি করে এক মাস থেকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর তার সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলা চালায়। দাঙ্গাবাজদের প্রশংসা করে পোস্ট দেয়ায় পরদিনই তার অ্যাকাউন্ট বাতিল করে মেটা। এখন প্রতিষ্ঠানটি বলছে, ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আগামী সপ্তাহে পুনরুদ্ধার করা হবে। সাবেক প্রেসিডেন্ট আরেক প্লাটফর্ম টুইটারেও বøকের শিকার হয়েছেন। মূলধারার সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর নিজস্ব প্লাটফর্ম ট্রুথ সোশ্যালের ওপর নির্ভর করে চলেছেন তিনি। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন