শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইহুদিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম

ফিলিস্তিনিদের দমাতে ইহুদিদের সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর এ কথা জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

ইসরাইলের উগ্র এ প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলিদের জন্য নতুন বসতি স্থাপনে কাজ করবে তার সরকার। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে।

সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর পর ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে।

জানুয়ারি মাসে ৩২ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে। খবর আলজাজিরার।

এর আগে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন