শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোস্টার ছেঁড়ায় হাজার ডলার জরিমানা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নির্বাচনের পোস্টার ছেড়ার কারণে সিঙ্গাপুরে এক ব্যক্তিকে ১০০০ সিঙ্গাপুরী ডলার জরিমানা করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে প্রোগ্রেস সিঙ্গাপুর পার্টি (পিএসপি) নির্বাচনী পোস্টার লাগায়। কিন্তু ৫৩ বছর বয়সী কন্সটান্টিন পল তা ছিড়ে ফেলেন। এটা শনাক্ত করতে ছেড়া পোস্টারে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আর যায় কোথা! সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, বিচার। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, দেশটির পার্লামেন্টারি ইলেকশন অ্যাক্টের অধীনে মঙ্গলবার ওই ব্যক্তিকে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা করা হয়েছে। প্রসিকিউশন থেকে বলা হয়েছে, ২০২০ সালের ৩০শে জুন স্থানীয় সময় রাত আটটার দিকে বুকিত বাটোক ইস্ট এভিনিউ ৫ দিয়ে বাইসাইকেল চালাচ্ছিলেন কন্সটান্টিন পল। এ সময় তার চোখ পড়ে একটি ল্যাম্পপেস্টে পিএসপির পোস্টার। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সেলেনে ইয়াপ আদালতে বলেছেন, কন্সটান্টিন পল তার বাইসাইকেল থেকে নেমে ওই পোস্টার ছিড়ে ফেলেন। তিনি প্রথমে পোস্টারটি ছিড়ে ফেলে তা দলা পাকায় এবং মাটিতে ছুড়ে মারে। তারপর ঘটনাস্থল ত্যাগ করে। ওদিকে ১লা জুলাই স্থানীয় সময় রাত একটা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় টহল দিচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ছেড়া ওই পোস্টার দেখতে পান। ছেড়া পোস্টার নিয়ে ফরেন্সিক পরীক্ষা করা হয়। এতে পাওয়া যায় কন্সটান্টিন পলের আঙ্গুলের ছাপ। ক্লোজড-সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এরপর একইদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতকে সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা করার জন্য আর্জি জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইয়াপ। স্ট্রেইট টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন