বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সেভারস্কে ইউক্রেনীয় সেনারা শীঘ্রই ঘেরাও হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম

ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের সেভার্সক শহরের কাছে ইউক্রেনীয় সৈন্যরা শীঘ্রই আটকা পড়তে পারে, লুহানস্ক পিপলস মিলিশিয়ার লেফটেন্যান্ট-কর্নেল অবসরপ্রাপ্ত আন্দ্রে মারোচকো শুক্রবার জানিয়েছেন।

সেভার্সক শহরটি পূর্বে আর্টিওমভস্ক (ইউক্রেনীয় নাম বাখমুত) এবং সোলেডারের সাথে ইউক্রেনীয় প্রতিরক্ষার একক লাইনের অংশ ছিল।

মারোচকো টিভি চ্যানেল ওয়ানে বলেন, ‘আমরা বিভিন্ন দিক থেকে সাফল্য দেখতে পাচ্ছি। আসলে, এখন সেভার্সকের ইউক্রেনীয় দলটি শীঘ্রই ঘেরাও হতে পারে।’

ফেব্রুয়ারী ১ তারিখে একজন সামরিক বিশেষজ্ঞ, এলপিআর কর্নেল ভিটালি কিসেলিওভ বলেছিলেন যে, রাশিয়ান বাহিনী ধীরে ধীরে সেভার্সকের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু আপাতত তাদের মূল ফোকাস ছিল আর্টিওমভস্কের মুক্তির দিকে। ১২ জানুয়ারী রাশিয়ান বাহিনী সোলেডারকে মুক্ত করেছিল। আর্টেমভস্কের জন্য লড়াই অব্যাহত রয়েছে। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন