শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লুহানস্কের বেলোগোরোভকা শহর মুক্ত করেছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম

লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর ক্রেমেনায়া জেলার দক্ষিণে বেলোগোরোভকার নগর বসতি ইউক্রেনীয় বাহিনী থেকে মুক্ত করা হয়েছে, লিসিচানস্কের ভারপ্রাপ্ত মেয়র আন্দ্রে স্কোরি শুক্রবার বলেছেন।

‘গতকাল, লিসিচানস্ক তার অঞ্চল মুক্ত করেছে – এটি এখন রাশিয়ান অঞ্চল, রাশিয়ান সেনাবাহিনীকে ধন্যবাদ, এবং বেলোগোরোভকা ইতিমধ্যেই আমাদের,’ তিনি লুহানস্ক সংবাদ সংস্থার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন।

স্কোরি যোগ করেছেন যে, বাসিন্দারা ইতিমধ্যে মুক্ত বসতি থেকে লিসিচানস্কে আসতে শুরু করেছে।

বৃহস্পতিবার, মস্কোতে এলপিআরের সাবেক রাষ্ট্রদূত রডিয়ন মিরোশনিক বলেছেন যে, তার কাছে থাকা তথ্য অনুসারে, রাশিয়ান বাহিনী বেলোগোরোভকায় অগ্রসর হচ্ছে। এলপিআর পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারোচকো বলেছেন যে, রাশিয়ান বাহিনী প্রজাতন্ত্রের পশ্চিমে ক্রেমেনায়ার কাছে একটি সফল আক্রমণ চালাচ্ছে, ইউক্রেনীয় বাহিনী থেকে জনবসতিপূর্ণ এলাকা মুক্ত করেছে। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন