শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আদানির বিরুদ্ধে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

সেবি কর্তার মেয়েই তো আদানির পুত্রবধূ : তৃণমূল সাংসদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) দ্বারা তদন্তের দাবি উঠেছে। এর মধ্যে, বেশ কয়েকজন ব্যক্তি ট্যুইটারে তুলে ধরেন যে, গৌতম আদানির আত্মীয় সিরিল শ্রফ কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ইনসাইডার ট্রেডিং সম্পর্কিত সেবি কমিটির সদস্য।

আইন সংস্থা সিরিল অমরচাঁদ মঙ্গলদাসের ম্যানেজিং পার্টনার সিরিল শ্রফ, তিনি পরিধি শ্রফের বাবা, যাকে আদানি গ্রæপের চেয়ারম্যান গৌতম আদানির ছেলে করণ আদানি বিয়ে করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কিছু টুইটার ব্যবহারকারী স্বার্থের দ্ব›েদ্বর দিকে ইঙ্গিত করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে, সেবি এখন পর্যন্ত আদানি গ্রæপের বিরুদ্ধে কঠোরভাবে আচরণ না করার একটি কারণ হতে পারে। সেবি থেকে সিরিল শ্রফের ‘নিজেকে সরিয়ে নেয়া’ উচিৎ বলেও দাবি করেন মহুয়া।

শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর ধস নেমেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। উক্ত রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘শেয়ার ম্যানিপুলেশন’ এবং ‘বিপুল ঋণে’-র অভিযোগ তোলা হয়। এমন পরিস্থিতিতে সেবি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র। তবে অনেকে মহুয়ার বিরুদ্ধে পাল্টা যুক্তি দেন। তারা জানান, কর্পোরেট গভর্ন্যান্স অ্যান্ড ইনসাইডার ট্রেডিং-এর সেবি কমিটি কোনও তদন্ত কমিটি নয়। এই কমিটির মাথায় রয়েছেন উদয় কোটক। মোট ২৪ জন সদস্য রয়েছেন। ফলে তদন্ত প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা অযৌক্তিক বলে দাবি করেন তারা।

শুক্রবার আদানি গোষ্ঠীর শেয়ারে আরও পতন হয়েছে। প্রায় ১৫ শতাংশ কমেছে আদানি এন্টারপ্রাইজেসের স্টক। গত কয়েকদিন ধরেই একটানা নিম্নমুখী হয়েছে সংস্থার শেয়ার। বৃহস্পতিবার আদানি ইস্যুতে সংসদের উভয় কক্ষে সরব হয় বিরোধী দলগুলি। তাদের দাবি, দ্রæত যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের স্থাপিত কমিটির মাধ্যমে তদন্ত প্রয়োজন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির বিষয়ে নড়েচড়ে বসেছে। আদানি গোষ্ঠীকে কত টাকার ঋণ দেয়া হয়েছে, সেই বিষয়ে তথ্য চেয়ে পাঠিয়েছে আরবিআই। সূত্র : দ্য নিউজ মিনিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন