ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন সোমবার বলেছেন, রাশিয়ান বাহিনী আর্টিওমভস্ক (ইউক্রেনের বাখমুত নামে পরিচিত) শহরের উত্তর এবং পূর্বে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে দেয়া অব্যাহত রেখেছে।
‘ওয়াগনার যোদ্ধারা আর্টিওমভস্কের উত্তর অংশে প্রবেশ করেছে। শহরের পূর্ব অংশে যুদ্ধ অব্যাহত রয়েছে, যেখানে একটি শিল্প অঞ্চল অবস্থিত, তবে এটা বলা যেতে পারে যে, ওয়াগনার প্রাইভেট মিলিটারি গ্রুপ সেখানে প্রবেশ করেছে এবং এ অবস্থানগুলো থেকে শত্রুকে তাড়িয়ে দেয়া অব্যাহত রয়েছে,’ রসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আর্টিওমভস্কের কাছে প্রচণ্ড যুদ্ধ চলছে। ১ ফেব্রুয়ারী, লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারোচকো বলেছিলেন যে, রাশিয়ান বাহিনীকে শহরটি ঘিরে ধরতে প্রায় দশ কিলোমিটার অতিক্রম করতে হয়েছিল।
এর আগে, পুশিলিন জানিয়েছিলেন যে, আর্টিওমভস্কের উপকণ্ঠে ও আশেপাশে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে। সূত্র: তাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন