শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভূমিকম্পে হতাহতদের স্মরণে জাতিসংঘে এক মিনিট নীরবতা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি তুরস্ক এবং সিরিয়ার সরকার এবং তাদের জনগণের কাছে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অধিবেশন শুরু হওয়ার আগে তিনি সদস্যদের দাঁড়িয়ে থাকার এবং নীরবতা পালন করার জন্য অনুরোধ করেন। এদিকে বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে উল্লেখ করেছেন, আমাদের টিম সেখানে দরকারি বিষয়গুলো নির্ধারণে কাজ করছে। একইসঙ্গে সহযোগিতা করছে । তিনি আরও বলেন, এই দুর্যোগে যে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করছি। এসব মানুষের অনেকেরই অবস্থা ভয়াবহ। তাদের খুব বেশি মানবিক সাহায্যের প্রয়োজন। ওইসব এলাকায় যাতায়াত খুব চ্যালেঞ্জের। জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক অফিস বলেছে, তাদের ইমার্জেন্সি টিম তুরস্ক ও সিরিয়ায় মোতায়েনের জন্য প্রস্তুত। উল্লেখ্য, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ৮০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন