মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এরদোগানকে চা দেবো না

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অবমাননার অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে আটক করা হয়েছে। তিনি বলেছেন, এরদোগানকে চা দেব না। গত সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আটক হওয়া ব্যক্তি তুরস্কের সরকারবিরোধী একটি পত্রিকার রেস্তোরাঁ মালিক। এরদোগানের মতো মানুষকে চা পরিবেশন করতেন না বলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সেনোল বুরান নামের ওই ব্যক্তি কামহুরিয়াত সংবাদপত্রের রেস্তোরাঁ প্রধান। তার আইনজীবীর ভাষ্য, প্রেসিডেন্টকে চা দেবেন না এ কথা বলায় কোনো অবমাননা হয়নি। গত জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দেশটির সরকার। কামহুরিয়াত সংবাদপত্রের কর্মীরাও এরদোগান সরকার পরিচালিত এই অভিযানের ভুক্তভোগী। পত্রিকাটির অবস্থান এরদোগানের বিরুদ্ধে। খবরে জানানো হয়, ২৪ ডিসেম্বর কাজে যাচ্ছিলেন রেস্তোরাঁ মালিক বুরান। তখন তিনি সড়ক বন্ধ দেখতে পান। জানতে পারেন, প্রেসিডেন্ট এরদোগানের একটি ভাষণকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বুরান বলেন, আমি এই ব্যক্তিকে (এরদোগান) এক কাপ চা-ও দেব না। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন