প্রশ্নের বিবরণ : পুরুষের আংটি পরার বিধান কি? একের অধিক আংটি কি হাতে রাখা যাবে?
উত্তর : সুন্নাত হলো চার আনি পরিমাণ রূপার আংটি ধারণ করা। তবে, এটি শরীয়তের আইন হিসাবে নয়। নবী (সা.) এর তবয়ী সুন্নাত হিসাবে। যদিও নবী (সা.) রাষ্ট্রীয় কাজে নিজের পবিত্র নামাংকিত সিল মোহরের আংটি হাতে রাখতেন, কোনো এক সময় তিনি একটি রক্তবর্ণা আকিক পাথরও ব্যবহার করেছেন। এইজন্য পুরুষের জন্য সামান্য রূপার আংটি সাথে এক আধটি পাথর ব্যবহারের অনুমতি রয়েছে। স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। তবে, রূপা সম্পূর্ণ হারাম নয়। এজন্য কেউ জায়েজ হওয়ার সূত্রে একাধিক আংটি ও পাথর ব্যবহার করতে পারে। তবে, রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করা নিষেধ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন