শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সশস্ত্র হামলায় ৭ পুলিশ নিহত পেরুতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পেরুর দক্ষিণাঞ্চলে একটি কোকা-উৎপাদিত উপত্যকায় এক অতর্কিত হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। শনিবার দক্ষিণ আমেরিকার দেশটির ন্যাশনাল পুলিশ এ খবর দেয়। লা কনভেনসিয়ন প্রদেশের কুসকো অঞ্চলের, ভ্রায়েম নামে পরিচিত একটি বিস্তৃত উপত্যকায় (যার সংক্ষিপ্ত নাম ভ্যালি অফ দ্য রিভারস আপুরিম্যাক, এনি এবং মান্তারো) এ হামলা হয়। সেখানকার সশস্ত্র বাহিনী কয়েক দশক ধরে ড্রাগ গ্যাং ও বামপন্থী গোষ্ঠী শাইনিং পাথ-এর একটি অংশের বিরুদ্ধে লড়াই করে আসছে। জাতীয় পুলিশ টুইটার বার্তায় বলেছে, ‘আমরা ভ্রায়েমের নাটিভিদাদ শহরের কেন্দ্রে একটি পুলিশের গাড়িতে টহল দেয়ার সময় অতর্কিত হামলায় নিহত আমাদের পুলিশ ভাইদের হারানোর জন্য দুঃখিত। সেখানে ৭ পুলিশ কর্মকর্তা মারা গেছে।’ গত আগস্টে পেরুভিয়ান আর্মি ‘সন্ত্রাসী শিবির’ এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘শাইনিং পাথ’-এর নেতা ভিক্টর ‘কুইসপে পালোমিনো’ বা ‘কমরেড হোসে’কে গুরুতরভাবে আহত করার দাবি করেছিল। দেড় বছর আগে, ২০২১ সালের জানুয়ারিতে পেরুর সামরিক বাহিনী স্প্যানিশ ভাষায় ‘সেন্ডেরো লুমিনোসো’ নামে এক গুরুতর অভিযান চালিয়ে গেরিলাদের উপর ভ্রায়েম গ্রুপের দুই নম্বর নেতা পেরুর অন্যতম মোস্ট ওয়ান্টেড কমরেড ও হোসের ভাই কমরেড রাউলকে হত্যা করে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন