শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি এরদোগানের

ভূমিকম্পের পর তুরস্কে বাড়ছে লুটপাট, গ্রেফতার ৪৮

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর লুটপাটের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। আনাদোলুর বরাতে আল-জাজিরা জানায়, আটটি প্রদেশ থেকে ৪৮ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। অপর এক খবরে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ইতোমধ্যে ২৪ হাজার ছয় শ’ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯৯ হাজার মানুষ। ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়ে আছে আরো অনেকে। দেশটির অবস্থা যখন এখন বিপর্যস্ত, তখন এক শ্রেণির লোক লুট করায় ব্যস্ত। ইতোমধ্যে ৪৮ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আমরা দেশে জরুরি অবস্থা জারি করেছি।’ তিনি বলেন, ‘এর মানে এখন থেকে যারা লুটতরাজ এবং অপহরণের মতো জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে, তাদের মনে রাখতে হবে যে সরকার তাদের সবকিছু দেখছে। লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেসরকার।’ সোমবার ভূমিকম্পের পর এক ব্যক্তি প্রাণ বাঁচাতে শহর থেকে গ্রামের দিকে যখন ছুটে যাচ্ছিলেন, তখন লোকজনকে লুটপাট করতে দেখেন। ২৬ বছরের মেহমেত বোক বলেন, ‘লোকজন দোকান ও গাড়ির জানালার কাচ ভেঙে ফেলছিল।’ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এ পর্যন্ত ৪৮ জন লুটের অভিযোগে আটক করা হয়েছে। তারা দেশটির আটটি প্রদেশে লুটপাট চালিয়েছে। কয়েকটি উদ্ধারকারী সংস্থাও বলেছে যে মানুষের মধ্যে সংঘর্ষের ফলে তাদের সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ রাখতে হয়েছিল। আনাদোলু, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন