নাম তার লক্ষ্মী চৈত্রম যাদব। বয়স ২৫ বছর। বাড়ি ভারতের ছত্তীসগড়ের মাস্তুরি গ্রামে। তার শেষ ইচ্ছা ছিল বিমানে ওঠার। সেই ইচ্ছা পূরণ করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। জানা গেছে, বিমানে চড়ে ছত্তীসগড় থেকে মুম্বাইয়ে যান লক্ষ্মী চৈত্রম যাদব। সেখানে গিয়ে মঙ্গলবার সকালে স্থানীয় কুরলা রেলস্টেশনের বাইরে একটি সেতুর কাছে গলায় মাফলারের ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি। পুলিশ জানিয়েছে, সম্ভবত সেতুর পাশে গলায় মাফলারের ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারণে যুবকের মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও তার কাছে সুইসাইড কোনও নোট পাওয়া যায়নি। তবে তার হাতে ‘লাল কালিতে’ লেখা একটি বার্তা পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাতে লেখা ছিল ‘স্যরি যাদব জি’। লক্ষ্মীর শেষ ইচ্ছা ছিল বিমানে ওঠার। সে কারণেই রবিবার তিনি ছত্তীসগঢ় থেকে বিমানে করে মুম্বাইয়ে অবতরণ করেন। এটিই তার প্রথম মুম্বাই সফর। পুলিশ জানিয়েছে, কেন ওই যুবক আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার হয়নি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং এই নিয়ে বিশদে তদন্ত শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমস, ফ্রি প্রেস জার্নাল, এমএসএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন