শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপে ইরানের রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৭ পিএম

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলিতে ইরানের রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ। আগের বছরের তুলনায় ২০২২ সালে মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইরান ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে ১ দশমিক ০৫৫ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করে। যেখানে ২০২১ সালে রপ্তানির এই পরিমাণ ছিল ৯২২ মিলিয়ন ইউরো। বার্তা সংস্থা ইরনা এই প্রতিবেদন করেছে।

ইরানে ইইউ এর রপ্তানিও ৩ দশমিক ৯৩১ বিলিয়ন ইউরো থেকে সাত শতাংশ বেড়ে ৪ দশমিক ১৮৩ বিলিয়ন ইউরো হয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে ৫ দশমিক ২৩৮ বিলিয়ন ইউরো বাণিজ্য হয়েছে। ২০২১ সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল ৩ দশমিক ৯৩১ বিলিয়ন ইউরো।

ইউরোপীয় দেশগুলির মধ্যে জার্মানি ২০২২ সালে ইরানের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল। ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানের বাণিজ্যের প্রায় ৩৫ শতাংশ অবদান ছিল দেশটির। সূত্র: তেহরান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন