শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম জনসংখ্যায় শীর্ষে যে ১৫ দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৬ পিএম

ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পৃথিবীতে দুই শ কোটির বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিম বলা হয় সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের। যারা ইসলামী ধর্মবিশ্বাস বুকে ধারণ করে এবং মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে বিশ্বাস, তাঁর অনুসরণ করে আল্লাহকে রব হিসাবে মানে, তার পক্ষ থেকে দেওয়া বিধান পালন করে, তাদেরকেই মুসলিম বলা হয়।

জনসংখ্যা ও অনুসারীর ভিত্তিতে খ্রিস্ট ধর্ম এখনো ইসলামের থেকে এগিয়ে থাকলেও গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের দাবি ২০৫০ সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম। সারা পৃথিবীতেই মুসলমানের উপস্থিতি আছে। তবে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকমের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে এমন ১৫টি দেশের তালিকা তুলে ধরা হলো-

১. ইন্দোনেশিয়া

রাজধানী : জাকার্তা

মোট জনসংখ্যা : ২৭ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার ১২২
মুসলিম জনসংখ্যা : ২২ কোটি ৯০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৮৭.২%

২. পাকিস্তান

রাজধানী : ইসলামাবাদ
মোট জনসংখ্যা : ২৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৫৮ জন
মুসলিম জনসংখ্যা : ২০ কোটি ৪ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৯৬.৫%

৩. ভারত

রাজধানী : নয়াদিল্লি

মোট জনসংখ্যা : ১৪২ কোটি
মুসলিম জনসংখ্যা : ১৯ কোটি ৫০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ১৪.২%

৪. বাংলাদেশ

রাজধানী : ঢাকা

মোট জনসংখ্যা : ১৭ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৩১৯ জন
মুসলিম জনসংখ্যা : ১৫ কোটি ৩৭ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৯০.৪%

৫. নাইজেরিয়া

রাজধানী : আবুজা
মোট জনসংখ্যা : ২২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৯৩২ জন
মুসলিম জনসংখ্যা : ৯ কোটি ৯০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৪৯.৬%

৬. মিসর

রাজধানী : কায়রো
মোট জনসংখ্যা : ১১ কোটি ২৭ লাখ ১৬ হাজার ৫৯৮ জন
মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৭৫ লাখ থেকে ৯ কোটি।
মুসলিম জনসংখ্যার হার : ৯২%

৭. ইরান
রাজধানী : তেহরান
মোট জনসংখ্যা : ৮ কোটি ২৫ লাখ
মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৪%

৮. তুরস্ক
রাজধানী : আংকারা
মোট জনসংখ্যা : ৮ কোটি ৫৮ লাখ ১৬ হাজার ১৯৯ জন।
মুসলিম জনসংখ্যা : ৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.২%

৯. আলজেরিয়া
রাজধানী : আলজিয়ার্স
মোট জনসংখ্যা : ৪ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৫৮৮।
মুসলিম জনসংখ্যা : ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার ৯১৩ জন।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯%।

১০. সুদান
রাজধানী : খার্তুম
মোট জনসংখ্যা : ৪ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৭৭৭।
মুসলিম জনসংখ্যার হার : ৯৭%।

১১. ইরাক
রাজধানী : বাগদাদ
মোট জনসংখ্যা : ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৫৬০।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৮৬৪।
মুসলিম জনসংখ্যার হার : ৯৫.৭%।

১২. মরক্কো
রাজধানী : রাবাত
মোট জনসংখ্যা : ৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৪৪ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৮৯ জন।
মুসলিম জনসংখ্যার হার : ১০০%। তবে উইকিপিডিয়ার তথ্য মতে ২০১০ সালে দেশটিতে ৯৯% মুসলিমের বসবাস।

১৩. ইথিওপিয়া
রাজধানী : আদ্দিস আবাবা
মোট জনসংখ্যা : ১২ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৬০ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৫৬ লাখ।
মুসলিম জনসংখ্যার হার : ৩৩.৯%।

১৪. আফগানিস্তান
রাজধানী : কাবুল
মোট জনসংখ্যা : ৪ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৮৫৪ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ১৪।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৭%।

১৫. সৌদি আরব
রাজধানী : রিয়াদ
মোট জনসংখ্যা : ৩ কোটি ৬৯ লাখ ৪৭হাজার ২৫ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ১৮ লাখ ৭৮ হাজার।
মুসলিম জনসংখ্যার হার : ৯৭.১%।

সূত্র : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম, উইকিপিডিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Md Yousuf ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০০ পিএম says : 0
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো
Total Reply(0)
Mohammad Anisur Rahman ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৩ পিএম says : 0
The number of muslims are higher than the total population in Turkey and Iran. Is it possible? or any mistake?
Total Reply(0)
Rostam Ali ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম says : 0
ইরানের জনসংখ্যার খবরটা ভুল আছে। মোট জনসংখ্যা ও মুসলিম জনসংখ্যায় ভুল আছে।
Total Reply(0)
Md Rejaul Karim Rajan ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৯ পিএম says : 1
পাগল কি লিখছে , মোট জনসংখ্যার চেয়ে মুসলিম জনসংখ্যা বেশি ৭. ইরান রাজধানী : তেহরান মোট জনসংখ্যা : ৮ কোটি ২৫ লাখ মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৪%
Total Reply(0)
Md Rejaul Karim Rajan ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২১ পিএম says : 1
১২. মরক্কো রাজধানী : রাবাত মোট জনসংখ্যা : ৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৪৪ জন। মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৮৯ জন।
Total Reply(0)
আবদুল্লাহ আল নাঈম ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৯ পিএম says : 1
রিপোর্টার ভাই কি ঘুমায় ঘুমায় লেখছিলেন নাকি। কলামে অনেক ভুল আছে। আর উইকিপিডিয়া যে সত্য বলছে সেটা কিভাবে বুঝবো। আর ইন্ডিয়াতে এর থেকেও বেশি আমার মুসলমান ভাই আছে।
Total Reply(0)
Samrat Hossain ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৭ এএম says : 0
কিছু তথ্য ভুল আছে, আর এই ভুল গুলো চোখে পড়ার মতো যেমন মরক্কো তে মোট জনসংখ্যার চেয়ে মুসলিম বেশি, আবার অন্যান্য দেশের ক্ষেত্রে মুসলিম জন সংখ্যার অনুপাত সঠিক নয়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন