ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পৃথিবীতে দুই শ কোটির বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিম বলা হয় সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের। যারা ইসলামী ধর্মবিশ্বাস বুকে ধারণ করে এবং মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে বিশ্বাস, তাঁর অনুসরণ করে আল্লাহকে রব হিসাবে মানে, তার পক্ষ থেকে দেওয়া বিধান পালন করে, তাদেরকেই মুসলিম বলা হয়।
জনসংখ্যা ও অনুসারীর ভিত্তিতে খ্রিস্ট ধর্ম এখনো ইসলামের থেকে এগিয়ে থাকলেও গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের দাবি ২০৫০ সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম। সারা পৃথিবীতেই মুসলমানের উপস্থিতি আছে। তবে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায়।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকমের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে এমন ১৫টি দেশের তালিকা তুলে ধরা হলো-
১. ইন্দোনেশিয়া
রাজধানী : জাকার্তা
মোট জনসংখ্যা : ২৭ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার ১২২
মুসলিম জনসংখ্যা : ২২ কোটি ৯০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৮৭.২%
২. পাকিস্তান
রাজধানী : ইসলামাবাদ
মোট জনসংখ্যা : ২৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৫৮ জন
মুসলিম জনসংখ্যা : ২০ কোটি ৪ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৯৬.৫%
৩. ভারত
রাজধানী : নয়াদিল্লি
মোট জনসংখ্যা : ১৪২ কোটি
মুসলিম জনসংখ্যা : ১৯ কোটি ৫০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ১৪.২%
৪. বাংলাদেশ
রাজধানী : ঢাকা
মোট জনসংখ্যা : ১৭ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৩১৯ জন
মুসলিম জনসংখ্যা : ১৫ কোটি ৩৭ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৯০.৪%
৫. নাইজেরিয়া
রাজধানী : আবুজা
মোট জনসংখ্যা : ২২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৯৩২ জন
মুসলিম জনসংখ্যা : ৯ কোটি ৯০ লাখ
মুসলিম জনসংখ্যার হার : ৪৯.৬%
৬. মিসর
রাজধানী : কায়রো
মোট জনসংখ্যা : ১১ কোটি ২৭ লাখ ১৬ হাজার ৫৯৮ জন
মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৭৫ লাখ থেকে ৯ কোটি।
মুসলিম জনসংখ্যার হার : ৯২%
৭. ইরান
রাজধানী : তেহরান
মোট জনসংখ্যা : ৮ কোটি ২৫ লাখ
মুসলিম জনসংখ্যা : ৮ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৪%
৮. তুরস্ক
রাজধানী : আংকারা
মোট জনসংখ্যা : ৮ কোটি ৫৮ লাখ ১৬ হাজার ১৯৯ জন।
মুসলিম জনসংখ্যা : ৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.২%
৯. আলজেরিয়া
রাজধানী : আলজিয়ার্স
মোট জনসংখ্যা : ৪ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৫৮৮।
মুসলিম জনসংখ্যা : ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার ৯১৩ জন।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯%।
১০. সুদান
রাজধানী : খার্তুম
মোট জনসংখ্যা : ৪ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৭৭৭।
মুসলিম জনসংখ্যার হার : ৯৭%।
১১. ইরাক
রাজধানী : বাগদাদ
মোট জনসংখ্যা : ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৫৬০।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৮৬৪।
মুসলিম জনসংখ্যার হার : ৯৫.৭%।
১২. মরক্কো
রাজধানী : রাবাত
মোট জনসংখ্যা : ৩ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৪৪ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৮৯ জন।
মুসলিম জনসংখ্যার হার : ১০০%। তবে উইকিপিডিয়ার তথ্য মতে ২০১০ সালে দেশটিতে ৯৯% মুসলিমের বসবাস।
১৩. ইথিওপিয়া
রাজধানী : আদ্দিস আবাবা
মোট জনসংখ্যা : ১২ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৬০ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৫৬ লাখ।
মুসলিম জনসংখ্যার হার : ৩৩.৯%।
১৪. আফগানিস্তান
রাজধানী : কাবুল
মোট জনসংখ্যা : ৪ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৮৫৪ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ১৪।
মুসলিম জনসংখ্যার হার : ৯৯.৭%।
১৫. সৌদি আরব
রাজধানী : রিয়াদ
মোট জনসংখ্যা : ৩ কোটি ৬৯ লাখ ৪৭হাজার ২৫ জন।
মুসলিম জনসংখ্যা : ৩ কোটি ১৮ লাখ ৭৮ হাজার।
মুসলিম জনসংখ্যার হার : ৯৭.১%।
সূত্র : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম, উইকিপিডিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন