তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ফের শুরু হয়েছে নতুন বসতি নির্মাণ। আর এ কর্মসূচির সহযোগিতায় অংশ নিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম-ইউএন হ্যাবিটেট ইতোমধ্যে তুরস্কে নতুন বাসস্থান স্থাপনার কাজ শুরু করেছেন। খবর ইয়েনি শাফাকের।
গতকাল রোববার ইস্তাম্বুলে ইউএন-হ্যাবিটেটের প্রধান মাইমুনাহ মোহাম্মদ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান।
সাক্ষাতে তুরস্কের ভূমিকম্পের জন্য সমবেদনা প্রকাশ করেন মাইমুনাহ মোহাম্মদ শরীফ।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এতে প্রাণ গেছে ৫০ হাজারের বেশি মানুষের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন