অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ তাপমাত্রায় ধুঁকছে। গত সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিভিন্ন অঞ্চলে আবহাওয়াগত গড় তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণে অনেক আবহাওয়া স্টেশন ৪০ ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা রেকর্ড করেছে। ইউক্লা ও রেড রক পয়েন্টগুলোয় ২২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৪৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন দেশটির কর্তৃপক্ষ। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, দেশটির পশ্চিম উপকূলের অনেক অংশে চলতি মাসজুড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চস্থানগুলোয় তাপমাত্রা অস্বাভাবিক ছিল। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ কারণে কয়েক সপ্তাহের মধ্যে উত্তর-পশ্চিম উপকূলে আরো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যে কার্নিভ্যাল ছুটির দিনগুলোয় প্রচ- বৃষ্টিপাত হয়। দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন