শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাংলাদেশের সঙ্গে দ্রুতগতির বাণিজ্য চুক্তির অনুমোদন শ্রীলঙ্কার মন্ত্রিসভায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৩ পিএম

শ্রীলঙ্কার মন্ত্রিসভা বাংলাদেশের সঙ্গে একটি দ্রুতগতির অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুণবর্ধনের বরাত দিয়ে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। বান্দুলা বলেন, নতুন বাণিজ্য চুক্তি করা সরকারি নীতির একটি অংশ। শ্রীলঙ্কাকে এই আর্থিক সংকট থেকে বের করে আনতে আমাদের রপ্তানিকারকদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা অপরিহার্য। মন্ত্রিসভার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রিসভার এই মুখপাত্র।
বাণিজ্য চুক্তি নিয়ে চীন এবং থাইল্যান্ডের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা সম্প্রতি পুনরায় শুরু করেছে শ্রীলঙ্কা। পাশাপাশি ভারতের সাথে বিদ্যমান যে চুক্তি রয়েছে তাও সম্প্রসারণের চেষ্টা করছে শ্রীলঙ্কা। এসবের জন্য আলাদা একটি ইন্টারন্যাশনাল ট্রেড অফিস চালু করেছে অর্থনৈতিক সংকটে থাকা দেশটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন