পেরুর পুলিশ আশ্চর্যজনক এক আবিষ্কার করেছে। এক ডেলিভারি ম্যানের ব্যাগে তল্লাশি চালিয়ে খুঁজে পান মমি! মমিটি ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো। মদ খেয়ে মাতলামি করছিলেন ওই যুবক। পুলিশের সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালায়। ব্যাগটি ছিল ‘কুলার ব্যাগ’ সেটার ভেতরেই ভরা ছিল প্রাচীন এই মমি। ওই যুবক বলেছে, ব্যা-েজ করা মমির সঙ্গে সে তার রুম ভাগ করে নিয়েছিল। যাকে তিনি তার ‘আধ্যাত্মিক প্রেমিকা’ মনে করতেন। তিনি আরো জানান, তার বন্ধুদের দেখানোর জন্য দেহাবশেষটি সে ব্যাগে ভরে রেখেছিলেন। মমিটির ডাক নাম রেখেছেন ‘জুয়ানিটা’ যাকে তিনি টিভির পাশে একটি বক্সে রেখেছিলেন বলে জানান। ওই যুবকের দাবি, এই মমির মালিক তার বাবা। কিন্তু তার বাবার কাছে কীভাবে মমি এলো তা বলতে পারেনি। বিশেষজ্ঞরা বলেছেন, মৃতদেহটি ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে পুরানো এবং তাদের ধারণা এটি কোনো নারী নয় বরং প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। মমিকৃত পুরুষটির মৃত্যুর সময় বয়স ছিল ৪৫ বছরের বেশি। লম্বায় ১.৫১ মিটার লম্বা (৪ ফুট ১১ ইঞ্চি) বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ব্যাগে পাওয়া মমিটি জব্দ করেছে এবং পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। যে ব্যক্তিটি মমি বহন করছিল তাকে এবং তার দুই বন্ধুকে আটক করা হয়েছে। তাদের বয়স ২৩ থেকে ২৬ বছরের মধ্যে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন