অর্থনৈতিক সংকটকালেও পাকিস্তানে এক আমলার মেয়ের বিয়েতে উপহার হিসাবে দেওয়া হয়েছে ৭২ কোটি রুপিরও বেশি অর্থ। বিষয়টি জানিয়েছেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, এক আমলার মেয়ের বিয়েতে উপহার হিসাবে জমা হয়েছে ৭২০ মিলিয়ন রুপি বা ২৮ লাখ ডলার। ২১ গ্রেডে কর্মরত ওই আমলার প্রথম মেয়ের বিয়েতে উপহার হিসাবে জমা হয়েছিল ১২০ কোটি রুপি বা ৪৬ লাখ ডলার। জাতীয় পরিষদের অধিবেশন চলাকালে খাজা আসিফ বলেন, একজন আমাকে জানিয়েছেন-তিনি তার নির্বাচনি এলাকায় একজন আমলার মেয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ব্যক্তিকে বিয়ের উপহার সংগ্রহ করতে দেখেন। ওই ব্যক্তি উপহার সংগ্রহকারীকে কৌতুহলবশত জিজ্ঞাসা করেন-এখন পর্যস্ত কী পরিমাণ উপহার এসেছে। তিনি উত্তরে বলেন, আমি ৭২ কোটি পর্যন্ত গুনেছি। আরও আসছে। ওই আমলার আগের মেয়ের বিয়েতে স্বর্ণালঙ্কার ও গাড়ির মতো উপহার বাদ দিয়েও ১২০ কোটি রুপি উপহার এসেছিল। খাজা আসিফ বলেন, অর্থের এত আনাগোনা থাকা সত্ত্বেও কেউ ওই আমলাকে তার বেতনের স্কেল সম্পর্কে জিজ্ঞাসা করেনি। এক্সপ্রেস ট্রিবিউন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন