প্রশ্নের বিবরণ : কোন মহিলা যদি রাগ করে তার স্বামীকে মুখে উচ্চারণ করে পর্যায়ক্রমে একসাথে ৩ তালাক বলে, সেই বিষয়ে শরিয়তের বিধান কি?
উত্তর : কোনো মহিলা তার স্বামীকে তালাক দিতে পারে না। তাই, একসাথে বা ভেঙ্গে ভেঙ্গে স্বামীকে তিন তালাক দিলে কিছুই হবে না। মহিলারা শুধু দুইভাবে স্বামীকে ছাড়তে পারে। এক. খোলা তালাক। এটি স্বামীকে সন্তুষ্ট করে বা কোনো কিছুর বিনিময়ে তালাক নিয়ে চলে যাওয়া। দুই. নিজের ওপর নিজে তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর পক্ষ থেকে পাওয়ার পর সে ক্ষমতা প্রয়োগ করা। এছাড়া নারী পুরুষকে তালাক দিতে পারে না। অবশ্য বাস্তবিকভাবেই অযোগ্যতা, অক্ষমতা বা অপরাধের ধরুন কোর্টে মামলা করে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। মহিলারা মুখে তালাক দিয়ে ফেললে তালাক হয় না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন