বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের অস্ত্রবাহী নৌকা আটক করলো বৃটেন, বিপুল অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ৩:৩৩ পিএম

ওমান উপসাগরে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বৃটেনের নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে আছে এন্টি-ট্যাংক গাইডেড মিসাইলও। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় এই অস্ত্র জব্দ করা হয়। বৃটেন জানিয়েছে, অন্ধকারের মধ্যে ইরান থেকে দক্ষিণ দিকে উচ্চ গতিতে যাচ্ছিল এই নৌকাটি। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন এই নৌকাটিকে প্রথম শনাক্ত করে। এরপর বৃটিশ একটি হেলিকপ্টার এর পিছু নেয়।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, অস্ত্রবাহী নৌকাটি শেষ দিকে ইরানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার আগেই এটিকে ধরে ফেলে বৃটিশ নৌবাহিনীর জাহাজ। বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ নিয়ে বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় বৃটেনের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে নৌবাহিনী। বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ইরানের এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল এবং মধ্য-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। বৃটেন জানিয়েছে, তারা এই জব্দের বিষয়টি জাতিসংঘকে জানিয়েছে।
এর আগে গত বছর মোট দু’টি ইরানি অস্ত্রবাহী নৌকা আটক করেছিল বৃটেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আরিফ তালুকদার ৪ মার্চ, ২০২৩, ১:৩০ এএম says : 0
আমেরিকার দালাল ব্রিটেন এদের ষড়যন্ত্রের শিকার ইরান আমি ইরানের কাছে একটাই অনুরোধ করব ব্রিটেন কে ঘুমানোর জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করা হোক উপসাগরীয় দেশগুলোর মধ্যে তাদের প্রভাব বিস্তার করার মূল উদ্দেশ্য হচ্ছে এবং ইরানকে দমিয়ে রাখতে পারলেই ব্রিটেন আমেরিকা স্বপ্ন বাস্তবায়ন হবে ইরান বাধা হয়ে দাঁড়ালে কখনোই তারা সফল হতে পারবে না
Total Reply(0)
আরিফ তালুকদার ৪ মার্চ, ২০২৩, ১:৩০ এএম says : 0
আমেরিকার দালাল ব্রিটেন এদের ষড়যন্ত্রের শিকার ইরান আমি ইরানের কাছে একটাই অনুরোধ করব ব্রিটেন কে ঘুমানোর জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করা হোক উপসাগরীয় দেশগুলোর মধ্যে তাদের প্রভাব বিস্তার করার মূল উদ্দেশ্য হচ্ছে এবং ইরানকে দমিয়ে রাখতে পারলেই ব্রিটেন আমেরিকা স্বপ্ন বাস্তবায়ন হবে ইরান বাধা হয়ে দাঁড়ালে কখনোই তারা সফল হতে পারবে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন