শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইতিহাস গড়লেন ইরানের নারী স্কিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৬ পিএম

স্লোভেনিয়ার প্ল্যানিকাতে চলমান ক্রস-কান্ট্রি স্কিইং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফ্রিস্টাইল কৌশলে ইতিহাস গড়লেন ইরানের নারী স্কিয়ার সামানেহ বেইরামি বাহের। ৫ কিলোমিটারের ব্যক্তিগত ফাইনাল রেসে অংশ নিয়ে ইরানের হয়ে তিনি প্রথম অংশগ্রহণকারী হিসেবে রেকর্ড করলেন।

বাহের ১৬:১২.৪ সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেন এবং অষ্টম স্থানে আসেন।

বেরামিই প্রথম ইরানি নারী স্কাইয়ার যিনি ফাইনালে অংশ নেন।

ব্রাজিলিয়ান স্কিয়ার জ্যাকলিন মাওরাও ১৪:৪২.০ সময় নিয়ে যোগ্যতার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন। সূত্র: তেহরান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন